ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ইবির ‘এ’ ইউনিটে পাসের হার ৩১ শতাংশ    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৩ নভেম্বর ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে এ ইউনিটের সমন্বায়ক প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন। পাসের হার ৩১ দশমিক ৪৫শতাংশ।

এবছর এ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর ছিলো ১ হাজার ৯শত ৯৭জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ১ হাজার ৭শত ৭জন। এর মধ্যে পাশ করে ৫শত ৩৭জন। শতকরা পাসের হার ৩১ দশমিক ৪৫শতাংশ।

ফলাফল হস্তান্তরকলে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রফেসর ড. মো: লোকমান হোসেন, প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান ও প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম প্রমুখ।

উল্লেখ্য, ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি